Select Page

Authors

Hitayurveda.com  এর লেখক এবং লেখিকাবৃন্দের সংক্ষিপ্ত পরিচয়

Devojyoti Dutta

লেখকের জন্ম ১৯৯৩ সালের ১০ ই জুন বাংলাদেশের কুমিল্লা জেলায় জন্মগ্রহন করেন । তিনি শিক্ষাজীবনে মাধ্যমিক কুমিল্লা জিলা স্কুল থেকে, এবং উচ্চ মাধ্যমিক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে পড়াশোনা করেন। পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলোজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ স্নাতক পাশ করেন ২০১৬ সালে। তিনি পড়াশোনা শেষ করে ESCO.Singapore এ চাকরি সুবাদে দেশ বিদেশ বিভিন্ন জায়গা ঘুরে প্রকৃতি নিয়ে জ্ঞান অর্জন করেন। তিনি ২০১৮ সালে ভারত সরকার কর্তৃক প্রদানকৃত আইসিসিআর বৃত্তি লাভ করে ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে "National Institute of Ayurveda (Deemed to be University)" এ Bachelor of Ayurvedic Medicine and Surgery বিষয়ে পড়াশুনা করছেন।

Md. Imran Hossain

লেখকের জন্ম ১৯৯৯ সালের ৩০ মে বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ জন্মগ্রহন করেন। তিনি শিক্ষাজীবনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আলিয়ার হাট সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসা থেকে সম্মানের সাথে উত্তীর্ণ হোন। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে, বগুড়া সরকারি আজিজুল হক কলেজে (স্নাতক) ইসলামীক স্টাডিজ চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছেন। ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক শেষে স্নাতক পড়ার পাশাপাশি Tmss Feroza Begum Ayurvedic and Unani Medical College and hospital Bogura, থেকে ৪বছর মেয়াদি Diploma in Ayurvedic Medicine and Surgery (DAMS) বিষয়ে পড়াশোনা করেছেন।।

Md. Khairul Bashar Naeeim

লেখকের জন্ম ১৯৯৮ সালের ১১ই নভেম্বর বাংলাদেশের বরিশাল বিভাগের বরগুনা জেলায়। প্রাথমিক শিক্ষা জীবনের হাতেখড়ি হয় তার মায়ের কাছে, এরপরে “বরগুনা জেলা প্রাথমিক বিদ্যালয়” থেকে প্রাথমিক পর্যায়, গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পর্ব ও উচ্চ মাধ্যমিকে “বরগুনা সরকারী কলেজ” থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে উত্তীর্ণ হন। বর্তমানে তিঁনি ভারত সরকার কর্তৃক প্রদানকৃত আইসিসিআর বৃত্তি লাভ করে ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে "National Institute of Ayurveda (Deemed to be University)" এ Bachelor of Ayurvedic Medicine and Surgery বিষয় নিয়ে পড়াশুনা করছেন।

Mobasshirul Islam

লেখকের জন্ম ১৯৯৭ সালের ২৮ শে সেপ্টেম্বর বাংলাদেশের রংপুর জেলায় জন্মগ্রহন করেন । তিনি শিক্ষাজীবনে মাধ্যমিক মিলনপুর মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা, এবং উচ্চ মাধ্যমিক গুটিবাড়ি ইসলামি ফাজিল মাদ্রাসা থেকে পড়াশোনা করেন। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ এ চতুর্থ বর্ষ পর্যন্ত লেখাপড়া করেন ও পাশাপাশি ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব থিওলজি এন্ড ইসলামীক স্টাডিজ এ ডিগ্রি (স্নাতক) শেষ করেন। তিনি ২০২০ সালে ভারত সরকার কর্তৃক প্রদানকৃত আইসিসিআর বৃত্তি লাভ করে ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুর জেলা "Maharashtra University of Health Science এর অধীনে (Government Ayurveda College, Nagpur)" এ Bachelor of Ayurvedic Medicine and Surgery বিষয়ে পড়াশুনা করছেন।

Sirajum monira

লেখিকার জন্ম ২০০০ সালের ২ জানুয়ারি বাংলাদেশের বগুড়া জেলার ধুনট অফিসার পাড়া জন্মগ্রহন করেন । তিনি শিক্ষাজীবনে মাধ্যমিক ধুনট এন ইউ পাইলট হাই স্কুল থেকে,এবং উচ্চ মাধ্যমিক ধুনট ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডেট পাশ করেন। ২০১৬ সালে মাধ্যমিক শেষে উচ্চ মাধ্যমিকে পড়ার পাশাপাশি Tmss Feroza Begum Unani and Ayurvedic Medical College and Hospital,, ৪বছর মেয়াদি DAMS ডিপ্লোমা কোর্স করেন (Diploma in Ayurvedic Medicine and Surgery).

Sujit Pramanik

লেখকের জন্ম ২০০১ সালের ৫ ই জানুয়ারি বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষাজীবনে মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এবং মহেশপুর সরকারি ডিগ্রী কলেজ থেকে পড়াশোনা করেন। পরে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অবস্থায় , ২০১৯ সালে ভারত সরকার কর্তৃক প্রদানকৃত আইসিসির বৃত্তি লাভ করে ভারতের গুজরাট রাজ্যে "Gujarat Ayurved University" এর অধীনে "Shri Gulabkunverba Ayurveda Mahavidyalaya" এ "Bacelor of Ayurvedic Medicine and Surgery" বিষয়ে পড়াশোনা করছেন।

Pin It on Pinterest

Share This