Select Page

Piles / অর্শরোগ কি? কারণ ,লক্ষণ ও আপদকালীন প্রতিরোধ!

Piles / অর্শরোগ কি? কারণ ,লক্ষণ ও আপদকালীন প্রতিরোধ!

মলাশয়ের নিচের অংশ বা মলদ্বারের শিরাগুলো ফুলে যাওয়াকেই piles বা অর্শ  বলে। অর্শ দুই ধরনের – অভ্যন্তরীণ ও বাহ্যিক। -অভ্যন্তরীণ piles পায়ুপথ বা মলদ্বারের অভ্যন্তরে হয়ে থাকে। – বাহ্যিক piles পায়ুপথের বাইরের দিকে হয়।

  • লক্ষণঃ

১) মলের সঙ্গে রক্ত পড়া ,

২) মলদ্বারে ব্যথা হওয়া , ফলে বসতে অসুবিধা হওয়া।

৩) মলদ্বারের চারপাশে ফুলে যাওয়া ও চুলকানি হওয়া।

৪) Pailes এ আক্রান্ত হলে মলদ্বারের রক্তনালীতে চাপ বৃদ্ধি পায় বলে মল নির্গমনের সময় ব্যাথা হয় ইত্যাদি Piles/অর্শরোগ এর প্রধান লক্ষণ ।

  • Piles হওয়ার পিছনে যেসব কারণগুলি দায়ী সেগুলো হলো: 

 

১) কোষ্ঠকাঠিন্য

Piles

Piles-hemorrhoids’

২) অতিরিক্ত স্থুলতা

৩) বেশি সময় বসে থাকা

৪) দীর্ঘ সময় টয়লেটে বসে থাকা

৫) পুষ্টিকর খাবার না খাওয়া

৬) ব্যায়াম না করা

৭) গর্ভাবস্থায়

  • প্রতিরোধ  

১) পরিমানমত  পানি পান করতে হবে।

২) প্রতিদিন প্রচুর আঁশযুক্ত সবজি, ফলমুল ও খাবার খেতে হবে। চর্বিযুক্ত খাবার, মশলাযুক্ত খাবার ফাস্টফুড ইত্যাদি পরিহার করতে হবে।

৩) কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা করাতে হবে ও মলত্যাগে বেশি চাপ প্রয়োগ করা যাবে না।

৪) শরীর এর অতিরিক্ত ওজন কমাতে হবে।

৫) প্রতিদিন পায়ুপথের ব্যায়াম করতে হবে।

৬ ) শক্ত জায়গার উপর বসা যাবে না।

৭ ) বাহ্যিক অর্শরোগের জন্য আক্রান্ত স্থানে অ্যালোভেরা জেল লাগিয়ে ম্যাসেজ করুন।এটি দ্রুত ব্যাথা কমিয়ে দেয়।

৮ )একটি কাপড়ে কয়েক টুকরো বরফ পেঁচিয়ে ব্যাথার স্থানে ১০ মিনিট রাখুন। এভাবে দিনে কয়েকবার দিলে ভালো ফল পাবেন।

  • আপদকালীন চিকিৎসাPiles-haemorrhoids

১) রক্ত পড়া বন্ধ করতে ঘি বা মাখন এর সঙ্গে ১ চামচ নাগকেশর পাউডার মধু বা পানির সাথে দুইবেলা খাওয়া যেতে পারে।

২) অথবা ডালিম ফলের চামড়া পানি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে ৪ চামচ করে দুইবেলা খেলেও আপদকালীন রক্ত পড়া কমবে।

৩ ) প্রতিদিন এক চামচ অলিভ ওয়েল খান।এটি অর্শরোগ নিরাময়ের ক্ষেত্রে খুবই উপকারী।

পাইলস এর বিভিন্ন প্রকারভেদ আছে। দ্রুত চিকিৎসা নিলে ও আহার বিহারে নিয়ন্ত্রণ নিলে খুব দ্রুত নিরাময় করা যায়।

 

Sujit Pramanik.

Bachelor of Ayurvedic Medicine and Surgery, (B. A. M. S Student) Shri Gulabkunverba Ayurveda Mahavidyalaya. Gujarat Ayurved University, Jamnagar, Gujrat, India.

 

About The Author

Sujit Pramanik

লেখকের জন্ম ২০০১ সালের ৫ ই জানুয়ারি বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষাজীবনে মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এবং মহেশপুর সরকারি ডিগ্রী কলেজ থেকে পড়াশোনা করেন। পরে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অবস্থায় , ২০১৯ সালে ভারত সরকার কর্তৃক প্রদানকৃত আইসিসির বৃত্তি লাভ করে ভারতের গুজরাট রাজ্যে "Gujarat Ayurved University" এর অধীনে "Shri Gulabkunverba Ayurveda Mahavidyalaya" এ "Bacelor of Ayurvedic Medicine and Surgery" বিষয়ে পড়াশোনা করছেন।

Pin It on Pinterest

Share This

Share This

Share this post with your friends!