Select Page

শাক বর্গের পুষ্টি গুনাগুনের অদ্যেপান্ত!

শাক বর্গের পুষ্টি গুনাগুনের অদ্যেপান্ত!

শাকবর্গঃ

আমরা দৈনন্দিন জীবনে শাকসবজি খেয়ে থাকি। পাতা, ফুল-ফল, নাল, কন্দ, সংস্বেদজ ইত্যাদিকে একত্রে আয়ুর্বেদ এ শাক নামে অবিহিত করা হয়। শাকের এই ৬ টির মধ্যে পাতা অন্যগুলোর তুলনায় দ্রুত হজম হয়।

শাকের সাধারণ গুণঃ  শাক প্রায়শই গুরুপাক (সহজে হজম হয় না) ও পেটফাঁপা কারক, মলমূত্র বর্ধক, শরীরের পোষক, নানাবিধ খনিজ ও ভিটামিন উপাদানে সমৃদ্ধ হেতু জীবনী শক্তি বর্ধক এবং স্বাস্থ্য সম্পাদক। সকল প্রকার শাক-সবজি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তেল বা ঘি দিয়ে রান্না করে খেতে হয়। অপরিষ্কার শাক খেলে পেটের পীড়া, কৃমি ও অম্লপিত্ত (গ্যাসের সমস্যা) হয়। (রেফারেন্সঃ দ্রব্যগুণ সংহিতা )

সকল শাক ই অল্প সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে রান্না করতে হয়, তবে ব্যতিক্রম  বেতোশাক।

১) বেতোশাক

সংস্কৃত নামঃ বাতুক,বাস্তক,শাকরাট।

ল্যাটিন নামঃ Chenopodium album, Linn.

বেতোশাক সাধারণত লাল ও সাদা দুই ধরনের হয়ে থাকে। এটি শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায়।

গুণ ও আময়িক প্রয়োগঃ উভয় প্রকার বেতোশাকই মধুর রস, বিপাকে কটু, অগ্নিবর্ধক (হজমে সহায়ক), প্লীহানাশক (প্লীহা রোগে উপকারি),রক্তপিত্ত প্রশমক (শরীরের উষ্ণতা কমায়), অর্শ নাশক, ক্রিমিঘ্ন এবং ত্রি-দোষের শান্তিকারক, বলকারক, শুক্র রোধক স্ত্রীলোকের স্রাবাদির নিবারণকারক। বেতের শাকের রস দিয়ে বানানো তেল মাথার খুশকি, উকুন, চুলের গোঁড়ার ঘা নাশক।

২) নটে শাক / ডাটা শাক / মাইরা শাক/ লাল শাক

গুণ ও আময়িক প্রয়োগঃ ইহা অগ্নিদীপক, লঘুপাক, শীতল, রুক্ষ, পিত্তনাশক, মল-মুত্র প্রবর্তক, দাহ ও ভ্রম নাশক, রুচিকর,অগ্নিবর্ধক এবং কফ,পিত্ত,প্রদর, রক্তদুষ্টি ও উত্তম বিষদোষ নাশক। তাই হরিত সংহিতায় ডাটামূল বেটে গরম জল সহ পান করলে বমন হয়ে বিষ নিরাময় হয়।

নখকুনি জনিত ব্যাথায় নাটের মূল চূর্ণ দিলে বেদনা ও পাকাদি নিবারিত হয়।

~(বংগসেন)

ডাটা শাকের ফাণ্ট (Decoction) (রাতে জলে ভিজিয়ে রেখে সকালে খাওয়া) রক্তপিত্ত রোগে হিতকর রক্তপিত্ত রোগে ডাঁটাশাক উত্তম পথ্য।

শ্বেত প্রদরে ও রক্ত প্রদরে মূল বেটে (আনুমানিক ২ চামচ পরিমাণ চূর্ণ / রস) আতপ চালের জলে ক্বাথ করে (১ কাপ) সহ সেব্য।

About The Author

Sirajum monira

লেখিকার জন্ম ২০০০ সালের ২ জানুয়ারি বাংলাদেশের বগুড়া জেলার ধুনট অফিসার পাড়া জন্মগ্রহন করেন । তিনি শিক্ষাজীবনে মাধ্যমিক ধুনট এন ইউ পাইলট হাই স্কুল থেকে,এবং উচ্চ মাধ্যমিক ধুনট ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডেট পাশ করেন। ২০১৬ সালে মাধ্যমিক শেষে উচ্চ মাধ্যমিকে পড়ার পাশাপাশি Tmss Feroza Begum Unani and Ayurvedic Medical College and Hospital,, ৪বছর মেয়াদি DAMS ডিপ্লোমা কোর্স করেন (Diploma in Ayurvedic Medicine and Surgery).

Pin It on Pinterest

Share This

Share This

Share this post with your friends!